rana-plaja

বিডি নীয়ালা নিউজ(২৩ই এপ্রিল১৬)ঢাকা প্রতিনিধিঃ  বাংলাদেশের শিল্প ইতিহাসের সবচে বড় দুর্ঘটনাটি পেরিয়ে গেল তিন। আজ সেই সাভার ট্রাজেডির দিন। যেদিন সাভারের রানা প্লাজা ধসে মৃত্যু বরণ করেছিল ১১শ’র বেশি শ্রমিক।

আজ সাভারে রানা প্লাজার সামনে অস্থায়ী শহীদ বেদির সামনে ঘটনার সাথে জড়িতদের বিচার ও ক্ষতিপূরণের দাবীতে উপস্থিত হয়েছেন নিহত ও আহত শ্রমিকদের পরিবার ও স্বজনেরা।

স্বজনেরা বলছেন, ঐ দুর্ঘটনায় দোষীদের তিন বছরেও বিচার না হওয়ায় তারা ক্ষুব্ধ ও হতাশ।

সেই সঙ্গে তারা বলছেন, দুর্ঘটনার পর যেভাবে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের আশ্বাস দেয়া হয়েছিল সেসব বাস্তবায়িত হয়নি।

এছাড়া সেখানে নিহত এগারো শো’র বেশি শ্রমিকের প্রতি শ্রদ্ধা জানাতে হাজির হয়েছেন বিভিন্ন শ্রমিক সংগঠন এবং আশেপাশের পোশাক কারখানার শ্রমিকেরা।

সকালে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জুরাইন কবরস্থানে শ্রদ্ধা জানানো হয়েছে, যেখানে দুইশোর বেশি লাশ অশনাক্ত অবস্থায় দাফন করা হয়েছিল।

এদিকে, প্রেসক্লাবের সামনে শুরু হয়েছে নিহতদের স্মরণে ইন্সটলেশন প্রদর্শন এবং প্রতীকী অবস্থান কর্মসূচি।

এছাড়া বিভিন্ন মানবাধিকার ও শ্রমিক অধিকার সংগঠন নানা আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করছে।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে