ডেস্ক রিপোর্টঃ সাভারে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একই পরিবারের চারজন অগ্নিদগ্ধ হয়েছে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অগ্নিদগ্ধরা হলেন মাজহারুল ইসলাম (৩৫) ও তার স্ত্রী সুমি আক্তার (৩০) তার মেয়ে সুমাইয়া আক্তার (৯) ও সুরাইয়া আক্তার (৫)।
সাভারের বক্তারপুরের দক্ষিণ কাঞ্চনপুর এলাকায় মুদি দোকানদার মাজহারুল ইসলামের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভুক্তভোগী মাজহারুল ইসলাম জানান, ভোর রাতে দুর্বৃওরা তাদের দোতলা ভবনের একতলার একটি রুমের জানালার গ্লাস ভেঙ্গে একটি কাপড়ের টুকরায় আগুন ধরিয়ে তার ঘরে ফেলে দেয়। এসময় পুরো ঘরে আগুন ধরে যায়। পরে এলাকাবাসী পানি দিয়ে ঘরের আগুন নিভিয়ে ফেলে।

এ বিষয়ে এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের অপারেশন ওটি ইনচার্জ নাছির উদ্দিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আগুনে পুড়ে যাওয়া চার জনেরই অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে পাঠানো হবে ।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্য ওসি আব্দুল আউয়াল বলেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কীভাবে আগুন দেওয়া হয়েছে, না অন্য কোন কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

B/P/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে