roni

বিডি নীয়ালা নিউজ(২৮ই ফেব্রুয়ারী১৬)-ঢাকা প্রতিনিধিঃ রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের ঘটনায় সাংসদপুত্র বখতিয়ার আলম ওরফে রনির বিরুদ্ধে করা মামলায় অভিযোগ গঠন বিষয়ক শুনানি শেষ হয়েছে।

শুনানি চলাকালে বখতিয়ারের আইনজীবী আদালতকে বলেন, আমরা নির্দোষ। ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। মামলার রেকর্ডপত্রে যা এসেছে তাতে দেখা যায় মাদকাসক্ত অবস্থায় তিনি গুলি ছুড়েছেন। কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল না। আর কয়েকজনকে আসামি করার ভয় দেখিয়ে জোরপূর্বক স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করা হয়েছে। এ ছাড়া যে ব্যালিস্টিক রিপোর্ট দেওয়া হয়েছে সেখানে এই আসামির পিস্তল থেকে গুলি ছোড়া হয়েছে কি না তা নিশ্চিত করা নেই।

তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে বলেন, এই আসামির ছোড়া গুলিতেই দুজন নিরীহ লোক মারা গেছেন। তাই তাঁর বিরুদ্ধে অবশ্যই অভিযোগ গঠন হবে।

উভয় পক্ষের শুনানির পর আদালত বলেন, মামলার রেকর্ডপত্র পর্যালোচনা করে এ বিষয়ে ৬ মার্চ আদেশ দেওয়া হবে।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে