ডেস্ক রিপোর্টঃ কোনো সাংবা‌দিক‌দের বিরু‌দ্ধে ডি‌জিটাল নিরাপত্তা আইনে মামলা কর‌তে হ‌লে বাংলা‌দেশ প্রেস কাউ‌ন্সি‌ল থে‌কে অনুম‌তি নিতে হ‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন বাংলা‌দেশ প্রেস কাউ‌ন্সিলের চেয়ারম্যান ও বিচারপ‌তি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহ‌মেদ।

মঙ্গলবার দুপু‌রে জেলা প্রশাস‌নের সহ‌যো‌গিতায় বাংলা‌দেশ প্রেস কাউ‌ন্সিলের আয়োজ‌নে শরীয়তপুর সা‌র্কিট হাউজ কনফা‌রেন্স রুমে স্থানীয় সাংবা‌দিক‌দের সা‌থে এক মত‌বি‌নিময় সভায় তি‌নি এ কথা ব‌লেন।

প্রধান অতি‌থির বক্ত‌ব্যে ‌তি‌নি আরও ব‌লেন, বাংলা‌দেশ সরকার সাংবা‌দিক‌দের কল্যানে কাজ করে যা‌চ্ছে। কারণ আমা‌দের জাতির পিতাও একজন সাংবা‌দিক ছি‌লেন। তি‌নি প্র‌তি‌ষ্ঠিত ক‌রে গে‌ছেন বাংলা‌দেশ প্রেস কাউ‌ন্সিল। এ কাউন্সিল শুধু মাত্র সাংবা‌দিক‌দের কথা ভা‌বে, যে কোনও বিষ‌য়ে সহ‌যো‌গিতা ক‌রে।

শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তা‌হেরের সভাপ‌তি‌ত্বে আরও উপ‌স্থিত ছি‌লেন, পু‌লিশ সুপার আব্দুল মো‌মেন, শরীয়তপুর প্রেসক্লা‌বের সভাপ‌তি ও জেলা আওয়ামী লী‌গের সাধারন সম্পাদক অনল কুমার দে, বাংলা‌দেশ মফস্বল সাংবা‌দিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রেীয় সভাপ‌তি শহীদুল ইসলাম পাইলট, শরীয়তপুর ইলেট্র‌নিক মি‌ডিয়া জার্না‌লিষ্ট এ্যা‌সো‌সি‌য়েসনের সভাপ‌তি রো‌কনুজ্জামান পার‌ভেজ, সাধারণ সম্পাদক শ‌হিদুজ্জামান খান, প্রথম ‌আলোর প্র‌তি‌নি‌ধি স‌ত্যজিৎ ঘোষ, এন‌টি‌ভি প্র‌তি‌নি‌ধি আব্দুল আজিজ শি‌শির, বাংলা টি‌ভির প্র‌তি‌নি‌ধি নয়ন দাস, ডি‌বি‌সি নিউজ প্র‌তি‌নি‌ধি বিএম ইশ্রা‌ফিলসহ জেলা প্রিন্ট, ইলেকট্র‌নিক ও অনলাইন পোর্টালের সাংবা‌দিকরা।

B/J/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে