Saraswati-Maa

বিডি নীয়ালা নিউজ(১৫ই ফেব্রুয়ারী ১৬) মারুফ সরকার (সিরাজগঞ্জ প্রতিনিধি): শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ সিরাজগঞ্জ সদর থানা ও শহর শাখার যৌথ আয়োজনে সনাতন ধর্মীয় সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে শ্রী শ্রী মহাপ্রভুর আখড়ায় প্রতিযোগিতার শুভ উদ্ধোধন করেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার কানু। উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হীরক গুন, শহর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজয় দত্ত অলোক, বিশিষ্ট গীতাপাঠক রতন চক্রবর্তী। এসময় আরো উপস্থিত ছিলেন, কালীবাড়ি লোকনাথ কমিটির নেতা কার্তিক বর্মন, সাংবাদিক  দিলীপ গৌর, ছাত্র যুব ঐক্য পরিষদের গৌরাঙ্গ ঘোষ, সম্পদ দাস, শুভ্র সরকার, আবির বিপুল রাহা, সৌরভ ঘোষ, সুব্রত সূত্রধর। সভাপতিত্ব করেন, সদর থানা ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি রিংকু কুন্ডু। প্রতিযোগিতায় ৩টি বিভাগে শতাধিক প্রতিযোগী অংশ গ্রহন করে। প্রতিযোগিতায় ক্ষুদে শিক্ষার্থীদের জন্য ছিলো বিশেষ প্রতিযোগিতা গীতার শ্লোক এবং সরস্বতীর মন্ত্র বলা। এই প্রতিযোগিতায় অনেক ক্ষুদে প্রতিযোগী অংশ গ্রহন করে। এসময় অবিভাবকদের উপস্থিতি ছিলো  চোখে পড়ার মতো। আগামী ১৯ ফেব্রুয়ারি প্রতিযোগিতার ফলফল ঘোষনা ও পুরস্কার বিতরণ করা হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে