toufiq-e-elahi

বিডি নীয়ালা নিউজ(১ই মার্চ১৬)-ঢাকা প্রতিনিধিঃ দেশের চাহিদা মেটাতে প্রতিবেশী দেশ থেকে সরকার গ্যাস আমদানির চিন্তা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

তিনি জানান, বেসরকারি খাত গ্যাস আমদানি করতে চাইলে সহযোগিতা করবে সরকার।

আজ শনিবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) আয়োজিত সেমিনারে এ কথা জানান তিনি। প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা বলেন, ‘প্রতিবেশী দেশ থেকে গ্যাস আমদানির কথা ভাবা হচ্ছে। মিয়ানমার বা ভারতের ত্রিপুরা থেকে এটা পাওয়া যেতে পারে। গ্যাস আমদানির লক্ষ্যে ভূমিভিত্তিক এলএনজি টার্মিনাল করার ব্যবস্থা হচ্ছে। এছাড়া কেউ যদি বেসরকারিভাবে গ্যাস আমদানি করতে চায়- সেক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা করবে সরকার।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে