islam

বিডি নীয়ালা নিউজ(১৩ই মার্চ১৬)-ইসলামিক প্রতিবেদনঃ মদীনা শরীফ। ইসলামী সাম্রাজ্যের রাজধানী। খলীফা উমার (রা) লোকদের মধ্যে বায়তুল মালের কিছু অর্থ বন্টন করছেন।

স্বাভাবিকভাবেই বিরাট ভীড় জমে গেছে।

এ সময় সেখানে এলেন সা’দ ইবনে আবী ওয়াক্কাস। তিনি প্রভাবশালী ও অভিজাত মায়ের সন্তান।

ভীড় দেখার পর অন্যান্যদের মত তাঁর ধৈর্য ধরার দরকার ছিল, কিন্তু তা তিনি করলেন না।

তিনি ভীড় ঠেলে, দু’হাত দিয়ে লোকদের সামনে থেকে সরিয়ে উমার (রা)-এর কাছে গিয়ে হাজির হলেন।

উমার (রাঃ) ব্যাপারটা আগেই লক্ষ্য করেছিলেন।
সুতরাং সা’দ ইবনে আবী ওয়াক্কাস তাঁর সামনে হাজির হতেই উমার (রাঃ) তাঁর হাতের দোররা কষলেন তাঁর পিঠে। উপস্থিত সবাই দেখলো খলীফা একটা দোররা মেরেছেন সা’দ ইবনে আবী ওয়াক্কাসকে।

দোররা মারার পর হযরত উমার (রাঃ) সা’দ ইবনে আবী ওয়াক্কাসকে লক্ষ্য করে বললেন, “সবার এবং সবকিছুর উপরে যে আল্লাহর আইন, তা তোমার মনে নেই। আল্লাহর আইনের মোকাবিলায় তোমার কানাকড়িও যে মূল্য নেই, এটা তোমাকে বুঝিয়ে দেয়া প্রয়োজনীয় হয়ে পড়েছিল।”

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে