” শুভেচ্ছা বানী”

ঈদ মানে খুশি। ঈদ মানে আনন্দ। ঈদ মানে ধনী-গরীব, দোস্ত-দুশমন, বর্ণ ভেদাভেদ ভুলে পৃথিবীর সব মানুষের এক মোহনায় মিলিত হওয়ার মাহেন্দ্রক্ষণ। দীর্ঘ এক মাস কৃচ্ছ সাধনার পরিসমাপ্তিতে মুসলিম সমাজে নেমে আসে খুশির বন্যা। মানুষ তার পাশবিক প্রবৃত্তির পূর্ণ নিয়ন্ত্রণে সক্ষমতা অর্জন করে সত্যিকারার্থে নিজেকে প্রকৃত মানুষের সারিতে দাঁড় করাবার পূর্ণ যোগ্যতা অর্জন করার কারণে সৃষ্টিকর্তার কাছ থেকে মহাপুরষ্কার লাভের নিজকে ধন্য করে এ দিনটিতে। শত সহস্রাব্দে পাপ -পঙ্কিলতা পূর্ণ পৃথিবীতে প্রস্ফুটন ঘটায় নব জীবনের বার্তাবাহী শুভ্র শতদল। দিক-দিগন্তে ছড়িয়ে পড়ে অযুত কণ্ঠের প্রীতিময় শব্দগুচ্ছ ঈদ মোবারক! ষড় বর্ণে গ্রথিত ছোট্ট এ শব্দের অভ্যন্তরে চাপ চাপ এত স্বর্গীয় সুধা, যা ইসলাম ধর্ম ছাড়া পৃথিবীর অন্য কোন ধর্মে আছে কি-না সন্দেহ। কিন্তু যখন ইথারে ভেসে আসে কোন আর্তের আহাজারী, সম্ভ্রম হারা নারী মর্মভেদী আর্তচিৎকার, কিংবা কোন স্বজন হারার বেদনায় ব্যাথিত ব্যক্তির বুকফাটা আর্তনাত, তখন ঈদের এ আনন্দ নিরানন্দে রুপ প্ররিগ্রহ করে। স্বল্প আয়তনের এই সুন্দর ভূ-খন্ডের একটি অংশকে নিরানন্দে রেখে অন্য অংশটির আনন্দ উপভোগ প্রকৃত পক্ষে নিরানন্দেই শামিল। তাই আসুন,  আমরা সবাই মিলে পবিত্র মাহে রমজানে অর্জিত শিক্ষার বাস্তবায়ন ঘটাই আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র তথা আর্ন্তজাতিক অঙ্গনে। প্রকৃত ঈদের খুশি ছড়িয়ে পড়ুক বাংলার প্রতিটি ঘরে ঘরে।

বিডি নীয়ালা নিউজের সম্পাদক মন্ডলীসহ সকল জেলা, উপজেলা প্রতিনিধিবর্গ, স্টাফ রিপোর্টার বৃন্দ, লেখক, গবেষক, বিজ্ঞাপনদাতা, কলা-কুশলী ও সুভানুধ্যায়ীদেরজানাই মোবারকবাদ । আমার জন্মস্থান কিশোরগঞ্জ উপজেলাসহ নীলফামারী জেলার সকল স্তরের মানুষকে জানাই ঈদের শুভেচ্ছা ও প্রাণঢালা অভিন্দন।

আল্লাগ হাফেজ।

আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, চেয়ারম্যান, বিডি নীয়ালা নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে