নুর দাড়িয়া , ঢাকা (উত্তরা) থেকেঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর  ৫২,৫৩ ও ৫৪ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কাউন্সিলর পদপ্রার্থী মিসেস রিতা খান। উনার নির্বাচনী মার্কা মোবাইল ফোন মার্কা নিজের পক্ষে ভোট চাইতে ভোটারদারদের দ্বারে দ্বারে ছুটছেন। সেই সঙ্গে আলোচনা, মত বিনিয়ম, কর্মীসভা, লিফলেট বিতরণ, মাইকিংসহ নানা প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

জয়ী হলে অবহেলিত নারীদের সুযোগ সুবিধা,বাল্যবিবাহ রোধ,যৌতুক প্রথা,নারী শিক্ষা সহ এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিয়েছেন।এলাকার মুরব্বি ও যুবকদের মতে কাউন্সিলর পদপ্রার্থী রিতা খানেই জয়ের পথে।মিসেস রিতা খান উওরা হাই স্কুলের এন্ড কলেজের সাবেক ম্যানেজিং সংরক্ষিত ছিলেন প্রতিষ্ঠানের অনেকের কাছ থেকেই জানা গেছে, রিতা খান স্কুল ও কলেজের ব্যাপক উন্নয়ন করেছেন তাই সবার ধারণা রিতা খানের বিজয় নিশ্চিত।

মিসেস রিতা খান ভোটারদের উদ্দেশ্যে বলেন, ওয়ার্ডের  উন্নয়নের স্বার্থে ২৮ ফেব্রুয়ারি  আমাকে মোবাইল ফোন মার্কায় জয়যুক্ত করে এলাকার কাজ করার সুযোগ দেন, আমি আপনাদের আশা পূরণ করবো।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে