sherpur

বিডি নীয়ালা নিউজ(২২ই মার্চ১৬)-অনলাইন প্রতিবেদনঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়নে বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে ভোট গ্রহণ চলছে।

সকাল থেকে ভোটারদের উপস্থিতি ব্যাপকভাবে লক্ষ্য করা গেলেও ১২টার পর থেকে ভোট কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কমে গেছে।

এদিকে, রাজনগর ইউনিয়নের মরিচপুরান সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষের কারণে দুই ঘণ্টার মত ভোট গ্রহণ বন্ধ থাকার পর আবারও ভোট গ্রহণ শুরু হয়। রাজনগর ইউনিয়নের দোহালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সরকার দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থী সম্মিলিতভাবে জোর করে সিল মারতে গেলে অপর মেম্বার প্রার্থীর সমর্থকদের সাথে সংঘর্ষ বাধলে উভয় পক্ষের ৬ জন আহত হয়। পরে ঘটনাস্থলে বিজিবি ও ভ্রাম্যমান আদালত পৌছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ওই কেন্দ্রে ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত স্থায়ীভাবে নিয়োগ করা হয়। অপরদিকে বাঘবের ইউনিয়নের রাণীগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ ও এক জন মেম্বার প্রার্থীর এজেন্টদের বের করে দিলে সেখানেও সংঘর্ষ বাধে। পরে পুলিশের লাঠি চার্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।  রামচন্দ্রকুড়া ইউনিয়নে তন্তর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সরকার দলীয় সমর্থকরা কেন্দ্র দখলের চেষ্টা করলে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সাথে সংঘর্ষ বাধে। এখানে ৪ জন আহত হয়। পরে র‌্যাব, বিজিবি গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ সময় বেশ কিছু লগি-বৈঠা উদ্ধার করে নিয়ে যায় র‌্যাব।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে