Amu

ডেস্ক রিপোর্টঃ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, আধা শুল্ক ও অন্যান্য প্রতিবন্ধকতার নিরসন হলে ২০১৮ সালের মধ্যে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ হয়ে ১০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হবে।
মন্ত্রী বলেন, অশুল্ক বাধার কারণে দু’দেশে বাণিজ্য সম্ভাবনা ক্ষতিগ্রস্ত যা বহু পণ্যের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে। এজন্য এখন ভারতসহ সার্ক দেশগুলোর মধ্যে বাণিজ্য সহযোগিতা এগিয়ে নিতে অশুল্ক ও আধা-শুল্ক বাধার বিষয় নিষ্পত্তির ওপর গুরুত্ব দিতে হবে।
শিল্পমন্ত্রী আজ সার্ক এক্সপার্ট গ্রুপ অন অ্যাক্রেডিটেশন সেগা)-এর ৫তম সভার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পণ্য ও সেবার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে দু’দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়। জার্মানির মান সংস্থা পিটিবি’র আর্থিক ও কারিগরি সহায়তায় বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এর আয়োজন করে।
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের (বিএবি) মহাপরিচালক মো. আবু আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সার্ক সচিবালয়ের পরিচালক এল সাবিত্রি, জার্মানির মান সংস্থা পিটিবি’র প্রতিনিধি ড. ক্রিস্টিয়ান স্টেঞ্জ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, দু’দিনব্যাপী এ সভায় বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকার মান বিশেষজ্ঞ ছাড়াও জার্মানি বেং দক্ষিণ আঞ্চলিক মান সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। সভায় সার্ক অঞ্চলের দেশগুলোর মধ্যে অভিন্ন মান প্রণয়ন, বাস্তবায়ন, মান অবকাঠামোর উন্নয়ন, বাণিজ্যিক প্রতিবন্ধকতা অপসারণসহ আন্তর্জাতিক বাণিজ্যে সার্ক অঞ্চলের অবস্থান শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে