shekh.hasina

বিডি নীয়ালা নিউজ(৩ই মার্চ১৬)-ঢাকা প্রতিনিধিঃ “যারা শিশু হত্যা করে তারা সমাজের সবচেয়ে ঘৃণিত জীব, তাদের আমি ধিক্কার জানাই। আশা করি, যারা শিশু হত্যার সঙ্গে জড়িত আদালত তাদের মৃত্যুদণ্ড দেবে, সর্বোচ্চ শাস্তি দেবে- যাতে ভবিষতে এ ধরনের অপরাধ কেউ না করে”। বলেছেন সংসদ নেতা ও আওয়ামী লীগের  সভাপতি বাংলাদেশ  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের পক্ষ থেকে রাষ্ট্রপতির ভাষণকে সমর্থন করেন।

স্পিকারে উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন,মাননীয় স্পিকার হঠাৎ দেখি শিশু হত্যা বেড়ে যাচ্ছ, এই জিঘাংসা কেন? ছোট্ট শিশু ওদের কী অপরাধ? সামান্য পারিবারিক বিরোধের জের ধরে শিশুকে হত্যা করা হলো। এরা মানুষ না। এ ধরনের বিকৃত মানুষের সর্বোচ্চ শাস্তি আশা করি।

দেশবাসীর উদ্দ্যেশে প্রধানমন্ত্রী বলেন, আপনাদের এলাকার কাছে যদি কেউ শিশু হত্যা করে তাদের ধরিয়ে দিন। আর যদি কেউ পালিয়ে যায়,তাকেও ধরিয়ে দিতে সাহায্য করুন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে