06-03-15-Bongo-Bondhu-Shek-

বিডি নীয়ালা নিউজ(১৭ই মার্চ১৬)-ঢাকা প্রতিনিধিঃ শিশু কিশোর মেলার জন্য স্থায়ী জায়গা দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

আজ বৃহস্পতিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউর রাজধানী উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত ২৩তম জাতীয় শিশু দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, শিশুদের মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে স্মরণ করার মতো সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা। এর স্থায়ী কোনো ঠিকানা নেই। আমরা এর স্থায়ী ঠিকানার ব্যবস্থা করবো।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কোনোদিন জন্মদিন পালন করেননি। দেশকে স্বাধীন করতে একদিকে আলোচনা অন্যদিকে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিয়েছেন। ৭ মার্চের ভাষণ শুধু ভাষণ নয় এটি একটি কবিতা উল্লেখ করে মন্ত্রী বলেন, এ ভাষণের মধ্যে জাতির মুক্তির সংগ্রামের সব উপাদান ছিল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। তিনি বলেন, শিশুদের কাছে বঙ্গবন্ধু ও তার কর্মজীবন একটি আদর্শ। শিশু দিবসে স্মরণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শিশুদের মধ্যে বেঁচে

 

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে