মাফি মহিউদ্দিন কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার পুটিমারি ইউনিয়নের পূর্ব কালিকাপুর হাজীপাড়ার গ্রামের দিন মজুর আলম হোসেনের ১১ বছরের শিশু কন্যা আখিমনি বাঁচতে চায়। গত ১ বছর আগে তার পেট ফাপা শুরু হলে তার বাবা তাকে জলঢাকায় ডাঃ আবুল হাসানকে দেখালে তিনি রংপুরে নিয়ে যাওয়ার পরামর্শদেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আখিমনিকে ভর্তি করা হলে তার শরীরে রক্ত না থাকার কারণে তাকে ৪ ব্যাগ রক্ত দেয়া হয়।  সেখানে ৪৫ দিন থাকার পরে তার শরীরের কোন প্রকার উন্নতি না হওয়ার কারণে। ডাঃ জাহিদ পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারেন তার ব্লাডক্যান্সার হয়েছে। তার চিকিৎসা করতে ৫ থেকে ৬ লাখ টাকা লাগবে বলে তিনি জানান এবং দূত তাকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য তার বাবাকে পরামর্শ দেন। কিন্ত দিনমজুর (ভ্যান চালক) আলম হোসেন অর্থের অভাবে উপায় অন্তর না পেয়ে তাকে ঢাকায় না নিয়ে বাড়ীতে নিয়ে আসে। সেখানেএখনো আখিমনিকে বাঁচার জন্য তার বাবা ঘড়োয়া চিকিৎসা দিচ্ছে। তাতে তার অবস্থা দিনে দিনে আরো খারাপের দিকে যাচ্ছে। আখিমনির বাবা দেশের ও প্রবাসের বিত্তবান ভাইদের কাছে আর্থিক সাহায্যের জন্য আবেদন কামনা করছে। সাহায্যের জন্য বিকাশ নম্বর ০১৪০২-৪৪৬৪৩৮, ০১৭১৮-৫০৬৪৫৭ ও ড্যাচ বাংলা ব্যাংক হিসাব নম্বরঃ ১৬২-১৫১-০০-৫৩৫০৬

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে