_gopalganj_map

বিডি নীয়ালা নিউজ(১৭ই  আগস্ট ২০১৬ইং)-ডেস্ক রিপোর্টঃ গোপালগঞ্জে এক শিক্ষার্থী ও তার অভিভাবকদের হামলায় আহত শিক্ষকরা আজ জেলা শিক্ষা অফিসে অবস্থান করে ক্লাশ নেয়ার পরিবেশ তৈরির দাবি জানিয়েছে।

বুধবার সদর থানার উলিপুর পিসি স্কুলের প্রধান শিক্ষক সন্তোষ কুমার বিশ্বাসসহ ১২ জন শিক্ষকের ওপর হামলা করে স্কুলেরই এক ছাত্র ও তাদের অভিভাবক তাদের ওপর হামলা করে।

আহতদের মধ্যে দুজন নারী শিক্ষকও রয়েছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা বিবিসিকে জানান এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে ও মামলাও হয়েছে।

ওদিকে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে প্রধান শিক্ষক সন্তোষ কুমার বিশ্বাসসহ স্কুলের শিক্ষকরা আজ জেলা শিক্ষা কর্মকর্তারা অফিসে যান এবং স্কুলে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবিতে দুপুর নাগাদ সেখানেই অবস্থান করছিলেন।

সেখান থেকেই বিবিসি বাংলাকে তিনি বলেন, “আমরা এখন শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে। আমাদের স্কুলে যাওয়ার পরিবেশ তৈরি করতে হবে”।

মিস্টার বিশ্বাস বলেন গত ১৪ই অগাস্ট এক শিক্ষার্থীর কাছ থেকে মোবাইল পেয়ে সেটি শ্রেণী শিক্ষক তার কাছে জমা দেন।

পরে ওই শিক্ষার্থী এ নিয়ে তার সাথে দুর্ব্যবহার করেন এবং এক পর্যায়ে ওই শিক্ষার্থী তাকে লাঞ্ছিত করলে অন্য শিক্ষার্থীরা তাকে মারধর করে।

এ ঘটনার জের ধরে বুধবার ওই শিক্ষার্থী ও তার অভিভাবকরা শিক্ষকরা যখন একসাথে স্কুলে আসছিলো তখন তাদের ওপর হামলা করে।

পরে রাতেই পুলিশ দুজনকে আটক করে।

 

 

bbc

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে