hamid

বিডি নীয়ালা নিউজ(৬ই ফেব্রুয়ারী১৬)- ঢাকা প্রতিবেদকঃ  শিক্ষার্থীরা যাতে জঙ্গিবাদে না জড়ায় সেজন্য শিক্ষক ও অভিভাবকদের সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আজ শনিবার বিকালে সাউথ ইস্ট ইউনিভার্সিটির পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

উক্ত অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন প্রমুখ।

শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, উচ্চ শিক্ষার উদ্দেশ্য কেবল ডিগ্রি অর্জন নয়,ভালো চাকরি বা উপার্জন করা নয়,ভালো মানুষ হিসেবে নিজেকে তৈরি করা হলো এর আসল উদ্দেশ্য। পুঁথিগত বিদ্যায় নয়,বিশ্ববিদ্যালয়কে গড়ে তুলতে হবে প্রকৃত জ্ঞান চর্চার কেন্দ্র হিসেবে। দেশে আজ পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। এর ফলে শিক্ষার মান বেড়েছে। বিদেশে অর্থ চলে যাওয়াও কমেছে। আমার বিশ্বাস তথ্য,প্রযুক্তি ও আধুনিক জ্ঞান-বিজ্ঞানে তরুণরা অসামান্য অবদান রাখবে। শিক্ষার্থীদের গৌরবময় মুক্তিযুদ্ধ, ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে জানতে হবে বলেও জানান রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি বলেন,অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে শিক্ষা বাণিজ্যের অভিযোগ পত্র-পত্রিকায় বের হচ্ছে। এসব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষার মান উন্নয়নে কম্প্রোমাইজ করা যাবে না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মান নিয়ে যেন কেউ প্রশ্ন তুলতে না পারে,সেদিকে অবশ্যই দৃষ্টি দিতে হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলোকে পরিচালিত হতে হবে।
পরিশেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন রাষ্ট্রপতি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে