মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি:অভিনেতা ও নির্মাতা শামীম জামানের নির্দেশনায় আসন্ন ঈদ উপলক্ষে নির্মিত হয়েছে দশ খণ্ডের ধারাবাহিক নাটক ‘চুটকি ভান্ডার’। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আ.খ.ম হাসান, শামীম জামান, জামিল, তিতান চৌধুরী, এ্যানি খান, দোলোন এবং আমানুল হক হেলালসহ আরো অনেকে। নাটকটি প্রচারিত হবে এটিএন বাংলায় ঈদের দিন থেকে দশমদিন পর্যন্ত রাত আটটায়। খণ্ড নাটক চুটকি ভান্ডার বাংলায় প্রচলিত ১০ চুটকি নিয়ে তৈরি হয়ছে। এরইমধ্যে রাজধানীর অদূরে পূবাইলে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।  
নাটকের প্রসঙ্গে শামীম জামান বলেন, ‘ঈদে সাধারণত দর্শক একটু হাস্যরসাত্মক গল্পের নাটক দেখতে চান। সেই ভাবনা থেকেই চুটকি ভান্ডার নির্মাণ করেছি। দশটি আলাদা আলাদা গল্পে দশ পর্বের নাটকটি সাজানো হয়েছে। 
এতে গল্পগুলো হলো-  বাপ বেটার যুদ্ধ, টিভি চোর, কানা মফিজ, আজব বউ, সুইসাইড নিউজ, ছাগলটা কই, তিন থাপ্পর এবং ভাবী ভালো না।  নাটকগুলো রচনা করেছেন ফজলুল সেলিম, রুহুল আমিন পথিক, সেজান নূর ও আমানুল হক হেলাল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে