image_180956

বিডি নীয়ালা নিউজ(২৬ই মার্চ১৬)-অনলাইন প্রতিবেদনঃ মশাল প্রজ্বলন, আলোর মিছিল, বিভীষিকাময় সেই কালরাতের স্মৃতিচারণ আর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুক্রবার ঢাকাসহ সারাদেশে পালিত হয়েছে ২৫ মার্চ ভয়াল কালরাত স্মরণে নানা অনুষ্ঠানমালা।

স্বাধীনতা ও গণহত্যার ৪৫তম বাষির্কীতে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রজ্বলন করা হলো ৪৫ মশাল। একই সঙ্গে গণহত্যার প্রতিবাদে মোমবাতি মিছিল করা হয়েছে। শুক্রবার রাত ৯টায় এ মশাল প্রজ্বলন ও মোমবাতি মিছিল বের করা হয়। ‘২৫ মার্চ গণহত্যা দিবস ঘোষণা’ স্লোগানে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানাতে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়।

মশাল প্রজ্বলনের উদ্বোধন ও আলোর মিছিলে নেতৃত্ব দেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা।

এর আগে সংগঠনের সভাপতি শাহরিয়ার কবিরের সঞ্চালনায় মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে ঘণ্টাব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে