এমডি বাবুল, চট্টগ্রাম জেলা প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে তিনটি বিপন্ন প্রাণী উদ্ধার করা হয়েছে।

২৭ শে জানুয়ারি শুক্রবার বেলা সাড়ে বারোটার দিকে লোহাগাড়া বার আউলিয়ার ডিগ্রী কলেজের সামনে অফিসার ইনচার্জ ওসি আতিকুর রহমানের দিক নির্দেশনায় লোহাগাড়া থানার পুলিশ টিম অভিযান পরিচালনা করে ২টি লজ্জাবতী বানর ১টি পেঁচা মোট তিনটি বিপন্ন প্রাণী সহ ৪ জনকে আটক করেন।

আটকৃতরা হলেন মোবারক হোসেন মোহাম্মদ সাদ্দাম হোসেন মোহাম্মদ আজহার সিকদার ও মহিউদ্দিন

এই বিষয়ে লোহাগার থানা অফিসার ইনচার্জ ওসি আতিকুর রহমান বলেন গোপন তথ্য পেয়ে আমরা আগে থেকেই উল্লেখিত স্থানে অভিযান করে দুটি মোটরসাইকেল যুগে বন্যপ্রাণী গুলো পাচার হওয়ার সময় উদ্ধার করি এবং এসময় চারজন পাচার চক্রের সদস্যকে আটক করি এবং পরবর্তীতে প্রাণি সংরক্ষণ নিরাপত্তা আইনে মামলার রুজু করে তাদেরকে চট্টগ্রামের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Previous articleপার্বতীপুরে বন্ধ থাকা মাদ্রাসার নির্মাণ কাজ উদ্বোধন করে এতিম শিক্ষার্থীদের মুখে হাসি ফোটালেন মোহাম্মদ আলী চৌধুরী
Next articleমিডিয়ায় দুঃখ প্রকাশের কারণে সরকারি তহবিল থেকে বঞ্চিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here