_lahore_gulshan-e-iqbal_park_640x360_unk_nocredit

বিডি নীয়ালা নিউজ(৩০ই মার্চ১৬)-আন্তর্জাতিক প্রতিবেদনঃ পাকিস্তানের লাহোরে একটি পার্কে রোববারের আত্মঘাতী বোমা হামলার দু’দিন পর, পাকিস্তানি সেনাবাহিনীর প্রধান জেনারেল রাহীল শরিফ পাঞ্জাব প্রদেশে বড় ধরনের এক সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করেছেন।

ওই হামলায় কমপক্ষে ৭০ জন নিহত হয়। এর মধ্যে অনেকেই ছিল পার্কে বেড়াতে আসা পরিবারগুলোর লোকজন এবং শিশুরা।

পাঞ্জাবের পাঁচটি বড়ো শহরে চালানো সেনা অভিযানে সন্দেহভাজন কয়েকশো লোককে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ।

পাকিস্তানি তালেবান থেকে দলছুট একটি গ্রুপ জামায়ত-উল আহরার দাবি করেছে, তাদের এই হামলার লক্ষ্য ছিলো সংখ্যালঘু খ্রীস্টান সম্প্রদায়, কিন্তু এতে বহু মুসলিমও প্রাণ হারিয়েছেন।

রোববার লাহোরে গুলশান-ই-ইকবাল পার্কে হামলার পর থেকেই পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহীল শরিফ দ্রুত তৎপর হয়ে ওঠেন এবং পাঞ্জাব প্রদেশের বিভিন্ন জায়গায় জঙ্গীদের সন্দেহজনক ঘাঁটির ওপর নিরাপত্তা বাহিনীর অভিযান শুরু করার নির্দেশ দেন।

পাঞ্জাব-ভিত্তিক জঙ্গীদের বিরুদ্ধে অভিযানে সেনাবাহিনীর নেতৃত্বকে মেনে নেয়া ছাড়া প্রধানমন্ত্রী শরীফের সামনে কোন পথ খোলা নেই।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে