photo-1471757012

বিডি নীয়ালা নিউজ( ২১ই আগস্ট ২০১৬ইং)-আন্তর্জাতিক ডেস্কঃ ওসামা বিন লাদেন হত্যার অভিযানে অংশ নেওয়ার কাহিনী বর্ণনা করে বই লিখে রীতিমতো হৈচে ফেলে দিয়েছিলেন মার্কিন নেভি সিল সদস্য সাবেক কর্মকর্তা ম্যাট বিসোনেট। ২০১২ সালে প্রকাশ হওয়া বইটি ছিল সে বছরের সর্বাধিক বিক্রীত (বেস্ট সেলার)। অবশ্য বইটি নিজের নামে নয়, মার্ক ওয়েন ছদ্মনামে লিখেছিলেন তিনি।

তবে এবার সেই বইয়ের জন্যই জরিমানা গুনতে হবে ম্যাটকে। কেননা, চুক্তি লঙ্ঘন করে প্রকাশ করা যাবে না—এমন সব তথ্য প্রকাশ করেছিলেন তিনি। তা ছাড়া ‘নো ইজি ডে’ শিরোনামে লেখা বইয়ের জন্য পেন্টাগনের ছাড়পত্র বা অনুমতিও নেননি ম্যাট। আর এসব অভিযোগে মার্কিন সরকার সাত মিলিয়ন ডলার বা প্রায় ৫৫ কোটি টাকা জরিমানা করেছে তাঁকে।

 

 

 

 

 

 

 

 

somoyerkonthosor

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে