bigben

বিডি নীয়ালা নিউজ(২৭ই এপ্রিল১৬)-অনলাইন প্রতিবেদনঃ  দীর্ঘ ১৫৭ বছর নিরবিচ্ছিন্নভাবে চলা লন্ডনের বিখ্যাত বিগ ‘বেন ঘড়ি’টি থেমে যাচ্ছে। লন্ডন পার্লামেন্টের সেই জগতখ্যাত ঘড়ি থেমে যেতে পারে। আগামী বছর প্রথম কয়েকমাসের জন্য এটি থেমে যাবে। তখন শোনা যাবে না লন্ডনের পার্লামেন্ট ভবনের এই বিশ্বখ্যাত ঘড়ির ঘণ্টাধ্বনি।

পার্লামেন্টের কর্মকর্তারা জানিয়েছেন, “মূলত সংস্কার কাজের জন্য আগামী বছরের জানুয়ারি থেকে কয়েক মাসের জন্য বন্ধ রাখতে হবে এটি।”

বিগ বেন তৈরি করা হয় ১৮৫০ সালে। কিন্তু এই ক্লক টাওয়ারের ঢালাই করা ছাদে মরিচা পড়েছে এবং সিমেন্টের কাঠামোতে ফাটল দেখা দিয়েছে। ফলে এটির সংস্কার খুব জরুরি হয়ে পড়েছে।

এই সংস্কারে খরচ হবে চার কোটি পাউন্ডের বেশি। ক্লক টাওয়ারের কাঁচের খণ্ডগুলোও বদলাতে হবে। পার্লামেন্টের একজন মুখপাত্র জানিয়েছেন, “এই সংস্কার কাজের সময় বিগ বেনের বিখ্যাত ঘণ্টাধ্বনি শোনা যাবে না।”

ক্লক টাওয়ারের যে ঘণ্টা, সেটির ওজন সাড়ে তের টন। বিগ বেন বলতে এই বিশাল ঘণ্টাটিকেই বোঝানো হতো। কিন্তু এখন পুরো ক্লক টাওয়ারটিকেই বিগ বেন বলা হয়।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে