ডেস্ক রিপোর্টঃ বগুড়ায় দুদকের করা দুর্নীতি মামলায় সাবেক পাটমন্ত্রী লতিফ সিদ্দিকীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আদালত এ নির্দেশ দেন।

এর আগে ৭ ফেব্রুয়ারি বাংলাদেশ জুট করপোরেশনের জমি বেআইনিভাবে বিক্রির মাধ্যমে সরকারের ৪০ লাখ ৬৯ হাজার টাকা আর্থিক ক্ষতির অভিযোগে আব্দুল লতিফ সিদ্দিকীসহ দুইজনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২০১৭ সালের ১৭ অক্টোবর বগুড়ার আদমদীঘি থানায় দায়ের হওয়া মামলায় লতিফ সিদ্দিকীসহ দুই জনের বিরুদ্ধে জুট করপোরেশনের জমি বিক্রি করে রাষ্ট্রের প্রায় ৪১ লাখ টাকার ক্ষতির অভিযোগ আনা হয়েছিল। ওই মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা ছিলেন দুদকের সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম। তদন্ত শেষে সম্প্রতি চার্জশিট অনুমোদন চেয়ে আবেদন করেন তিনি।

পিবিএ./বাখ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে