ডেস্ক স্পোর্টসঃ জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে বাংলাদেশ এমনভাবে নাস্তানাবুদ হয়ে হেরে গেল যেন শোক করারও সুযোগ পাচ্ছেন না ভক্তরা। চতুর্থ দিনেই ১৫১ রানের লজ্জার হার নিয়ে মাঠ ছাড়তে হলো টাইগারদের। এদিন শুরু থেকেই ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা।

গতকালের ১৪ রানে অপারজিত থাকা টাইগার ওপেনার লিটন দাশ জ্বলে উঠতে পারেননি আজ। ৭৫ বলে ব্যক্তিগত ২৩ রানে বিদায় নেন তিনি। সিকান্দার রেজার ঘূর্ণির ফাঁদে পড়োন লিটন। এরপর পেসার কাইল জারভিসের বলে ব্যক্তিগত ৯ রানে বোল্ড হন মুমিনুল হক। এদিকে, লড়াই করতে থাকা আরেক ওপেনার ইমরুল কায়েসও নিজের রানের স্কোরটা বড় করতে পারেননি। ৪৩ রান করে সিকান্দার রেজার বলে বোল্ড হন তিনি।

জ্বলে উঠতে পারেননি টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহও। ১৬ রান করে রেজার বলে বিদায় নেন তিনি। পরে ১৩ রানে মাভুতার বলে রেজার তালুবন্দী হয় নাজমুল হোসেন শান্ত। মুশফিকুর রহিমও ব্যাট হাতে ব্যর্থ, মাভুতার বরে ১৩ রান করে ক্রিজ ছাড়েন এই টাইগার তারকা। এরপর মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাজমুল ইসলাম যথাক্রমে ৭, ০, ০ রানে আউট হন।

অবশেষে উইলিংটন মাসাকাজার বলে আরিফুল হক ৩৮ রান করে বিদায় নিলে ১৫১ রানের লজ্জার হার নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

এর আগে তৃতীয় দিনে টাইগারদের ৩২১ রানের পাহাড়সম টার্গেট ছুঁড়ে দেয় জিম্বাবুয়ে।

B/P/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে