rabi-teacher

বিডি নীয়ালা নিউজ(২৩ই এপ্রিল১৬)-অনলাইন প্রতিবেদনঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে (৫০) কুপিয়ে হত্যা করছে দুবৃর্ত্তরা।

শনিবার সকাল ৭টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ে আসার পথে রাজশাহীর শালবাগানে তার বাড়ির সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত শিক্ষক রেজাউল করিম সিদ্দিকীর ভগ্নিপতি মাহাবুবুল আলম ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে রেজাউল করিম সিদ্দিকী বিশ্ববিদ্যালয়ে আসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। বাড়ি থেকে প্রায় ১৫০ গজ দূরে সামনের এক গলিতে যাওয়ার পর মোটরসাইকেলযোগে দুই-তিনজন দুর্বৃত্ত পেছনে থেকে ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়ে কোপ দেয়। এই আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি সক্রিয়ভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন বলে জানা গেছে।

এ ব্যাপারে সহকারী পুলিশ কমিশনার ইবনে গোলাম সাকলায়েন বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে এসেছে। খুনের মোটিভ এবং খুনিদের শনাক্ত করার চেষ্টা চলছে।

উল্লেখ্য, এর আগে ২০১৪ সালের ১১ নভেম্বর রাবির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক একেএম শফিউল ইসলামকে ক্যাম্পাস সংলগ্ন এলাকায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তারও আট বছর আগে ২০০৫ সালে ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক এম তাহেরকে ক্যাম্পাসে বাসার ভেতরেই কুপিয়ে হত্যা করা হয়েছিল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে