rabi-teacher

বিডি নীয়ালা নিউজ(২৪ই এপ্রিল১৬)-অনলাইন প্রতিবেদনঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এএম রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার সুশান্ত চন্দ্র রায় জানিয়েছেন, রাজশাহী শহর থেকে রাতেই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে, তদন্তের স্বার্থে গ্রেপ্তার ব্যক্তির নাম পরিচয় প্রকাশ করতে রাজি হননি তিনি।

এছাড়া রাজশাহীর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনারকে প্রধান করে ছয় সদস্যের একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে।

এদিকে, রাজশাহীর সাংবাদিক আনোয়ার আলী হিমু জানিয়েছেন, শিক্ষকদের কর্ম বিরতিতে বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে।

এছাড়া হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দফায় দফায় মিছিল, প্রতিবাদ সমাবেশ, মৌন মিছিল এবং মানববন্ধন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে