rangamati

বিডি নীয়ালা নিউজ(২২ই মার্চ১৬) নাজমুল হক হৃদয়( রাঙ্গামাটি প্রতিনিধি):  রাঙ্গামাটি জেলার পানছড়ি  উপজেলার ৫টি ইউপির নির্বাচন হতে  যাচ্ছে আগামী ২৩ এপ্রিল ।

এ নিয়ে  সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। এরি মাঝে শুরু হয়ে গেছে ভোটারদের সাথে প্রার্থীদের নানান ভঙ্গিতে কুশল বিনিময়।

সম্প্রতি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, বিএনপি ও আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) তাদের চেয়ারম্যান  পদে প্রার্থীদের নাম ঘোষণা করলেও পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতি (এমএন লারমা) এখন পর্যন্ত নির্বাচনী মাঠে খেলতে নামেনি  বলে জানা গেছে।

পানছড়ী নির্বাচন অফিস সূত্রে  জানা যায়, নির্বাচন কমিশনের  ঘোষণা  অনুযায়ী এ উপজেলার ৫টি  ইউপিতে ভোট গ্রহণ আগামী ২৩ এপ্রিল। মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন ২৭ মার্চ,  মনোনয়ন পত্র বাছাই হবে ২৯ ও ৩০ মার্চ ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৬ এপ্রিল। অত্র উপজেলায় ৫টি  ইউনিয়নে পুরুষ ২৩৫৯৩ ও মহিলা ২২৬৪৬ মিলে সর্বমোট ভোটারের সংখ্যা ৪৬২৩৯। যার মাঝে ১নং লোগাং ইউপিতে ৮৭৯৫, ২নং চেংগীতে ৫৭৯৯, ৩নং পানছড়িতে ১৬২৫৯, ৪নং লতিবানে ৬২৫০ ও ৫নং উল্টাছড়ি ইউনিয়নে ৭৯৩৭ জন ভোটার রয়েছে।

নতুন ভোটার যোগ হলে এর সংখ্যা  বাড়তে পারে বলেও জানা গেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে