IMG_20160208_181720_454

বিডি নীয়ালা নিউজ(৯ই ফেব্রুয়ারী ১৬) নাজমুল হক হৃদয় (রাঙ্গামাটি প্রতিনিধি): রাঙামাটি শহীদ আব্দুল একাডেমী স্কুল এন্ড কলেজ এর বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার সন্ধ্যায় অত্র স্কুল প্রাঙ্গনে পুরস্কার বিতরনী ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়। স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  উপস্হিত ছিলেন সাবেক পার্বত্য চট্রগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ও রাঙামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি দীপংকর তালুকদার,বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা,রাঙামাটি পৌরসভার পৌর মেয়র আকবর হোসের চৌধুরি, জেলা শিক্ষা অফিসার মোঃ গোলজার আহম্মেদ,জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মমতাজুল হক,অত্র স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম হতে শুরু করে স্কুলের সকল শিক্ষক, শিক্ষার্থী সহ প্রমুখ ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা বলেন আজ যারা ছাত্র-ছাত্রী আগামীতে তারাই এই দেশের নেতৃত্ব দিবে।তাই প্রতিটি শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে বেড়ে উঠে সেদিকে খেয়াল রাখতে হবে।প্রতিটি শিক্ষার্থী কে বছরের প্রথম হতে পড়াশুনা চালিয়ে যেতে হবে,এতে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী হয়ে উঠবে এবং আশানুরুপ ভালো ফলাফল করতে পারবে।বক্তারা স্কুলের সাফল্য তুলে ধরে বলেন এই প্রাচীন স্কুলটি পড়ালেখায় শিক্ষা দীক্ষায় অনেক এগিয়ে যাচ্ছে দিন দিন তাই স্কুলের সকল শিক্ষার্থীরা যাতে স্কুলের সুনাম বজায় রাখে তাই তাদেরকে মনোযোগ সহকারে পড়ালেখার আহবান জানান। কিছুদিন আগে রাঙামাটিতে ৩৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি  সপ্তাহ মেলার স্কুল পর্যায়ে স্কুলের জন্য প্রথম পুরস্কার বয়ে আনার গৌরব অর্জন করেন। আলোচনা সভা শেষে অতিথিরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্ত সকল শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন।তারপর অত্র স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে