p-baruapic20

বিডি নীয়ালা নিউজ(২০ই ফেব্রুয়ারী১৬) নাজমুল হক হৃদয় (রাঙ্গামাটি প্রতিনিধি): রাঙামাটি শহরের সুখী নীলগঞ্জ পুলিশ লাইন ব্যারাকে এক পুলিশ কনষ্টেবলের অসতর্কতার কারণে প্রাণ গেল আরেক পুলিশ কনষ্টেবলের৷
২০ ফেব্রুয়ারী শনিবার সকাল ১১.৪৫ মিনিটের সময় পূর্ণয় বড়ুয়া (২০)  ব্যারাকে কর্তব্যরত অবস্থায় একই পোষ্টে ডিউটির জন্য পূর্ণয় বড়ুয়া কনষ্টেবল সৌরভ বড়ুয়াকে((২০) বেলা ১২ টার ডিউটির জন্য ডাকতে গেলে অসতর্কতার কারণে সৌরভ বড়ুয়ার চাইনিজ রাইফেল থেকে গুলি বের হয়ে ঘটনাস্থলেই পূর্ণয় বড়ুয়ার মর্মান্তিকভাবে মৃত্যু ঘটে ৷ তিনি মাত্র চার মাস আগে প্রশিক্ষণ শেষে চাকরিতে যোগদান করেন। তিনি চট্টগ্রামের রাউজানের পূর্ব গোজরা হোয়ারা পাড়ার জনৈক শেখর বড়ুয়ার সন্তান।  ঘটনার আকস্মিকতায় নিহতের সহকর্মী সৌরভ বড়ুয়া সঙ্গে সঙ্গে সংজ্ঞা হারিয়ে পড়লে তাকে উদ্ধার করে রাঙামাটি হাসপাতালে নেয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।

পুলিশ সূত্র জানায়, কনস্টেবল সৌরভ পুলিশ লাইনের নিরাপত্তা চৌকিতে তার ডিউটি শেষ করে নিজ রুমে আসে। এসময় তারই রুমমেট অপর কনস্টেবল পূর্ণয় বড়ুয়া সহকর্মী সৌরভের স্থলে ডিউটিতে যাওয়ার কথা ছিলো। দুজনের মধ্যে কথা বলার সময় হঠাৎই বিছানায় রাখা চাইনিজ রাইফেল থেকে ফায়ার হয়। এতে করে কনস্টেবল পূর্ণয় বড়ুয়া গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। একই সঙ্গে অপর কনস্টেবল সৌরভও ঘটনার আকস্মিকতায় সংজ্ঞা হারিয়ে ফেলে। পরে তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায় সহকর্মীরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ কনস্টেবল পূর্ণয় বড়ুয়ার মৃত্যু হয়। সংজ্ঞা হারানো কনস্টেবল সৌরভ বড়ুয়ার অবস্থার অবনতি হতে থাকলে তাকে চট্টগ্রাম স্থানান্তর করেছে রাঙামাটি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।

রাঙামাটির পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি আকস্মিকভাবেই ঘটেছে।

পুলিশ কনষ্টেবল পূর্ণয় বড়ুয়ার মৃত্যু বিষয়ে প্রতিবেদক জানতে চাইলে সহকারী পুলিশ সুপার (রাঙামাটি সদর সার্কেল) চিত্ত রঞ্জন পাল জানান,ডিউটি শেষে রাইফেল থেকে গুলি অপসারন করার সময় অসতর্কতার কারণে কনষ্টেবল সৌরভ বড়ুয়ার রাইফেল থেকে গুলি বের হয়ে কনষ্টেবল পূর্ণয় বড়ুয়ার শরীরে গুলি বিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যু ঘটে ৷

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে