received_1802597913358760

রাংগামাটি থেকে, নাজমুল হক: রাংগামাটি মহিলা কলেজ রোডে ভবন ধসে ৩ জন শিশু সহ ৫ জনের মৃত্যুর  ঘনায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে  ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) নামক একটি শিশু সংগঠন।অনুষ্ঠানটি উপলক্ষে  সোমবার দুপুরে  রাংগামাটি প্রেস ক্লাবের সামনে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।এনসিটিএফ এর জেলা ভলান্টিয়ার মো. ইকবাল হোসেন এর সঞ্চালনায় ও  এনসিটিএফ রাংগামাটি জেলার  সভাপতি ছালেহ আহমদ এর সভাপতিত্বে উক্ত মানববন্ধন এ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সেচ্ছাসেবী সংগঠন হেল্প এর উপদেষ্টা আব্দুল জাব্বার সুজন, রাঙামাটি জেলা শিশু সংগঠক অর্চনা চাকমা, রাংগামাটি  মডেল কেজি স্কুলের অধ্যক্ষ এবিএম তোফায়েল আহমদ, ইয়ুথ এর পরিচালক (নিয়ন্ত্রণ) মো. ফজলুল ইসলাম, রোটার‍্যাক্ট ক্লাবের সাধারন সম্পাদক মো. ইসহাক তালুকদার।বক্তারা বলেন এইরকম শিশুদের মর্মান্তিক মৃত্যু কখনই আমাদের কাম্য নয়। তাই সকলের উচিৎ বিল্ডিং কোড মেনে ভবন নির্মান করা এবং প্রশাসনের উচিৎ এ বিষয়ে নজর দেয়া। তাছাড়া বক্তারা উক্ত ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তি দেয়ার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছে। অন্যদিকে এনসিটিএফ সংগঠন এর সদস্যরা বিবার্তা কে জানিয়েছেন আমরা লোকমুখে শুনছি আসামিদের একজন চট্রগ্রামে আরেক জন চন্দনাইশ এ আছে কিন্তু প্রশাসন এদের গ্রেপ্তারের চেষ্টা করছে না।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে