14551040_341270582881098_1699534666_o

রংপুর প্রতিনিধি: আজ সকাল ৯ টায় ৩০ মিনিটে  রংপুর  ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ আয়োজিত বিজ্ঞান মেলা – ২০১৬ অনুষ্ঠিত হয় রংপুর  ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ প্রাঙ্গনে ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আবু ফজল মোঃ সানাউল্লাহ এবং বিশেষ অতিথি ছিলেন রংপুর  ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের প্রিন্সিপাল কর্নেল মোঃ নুরুল হুদা ও শিক্ষকবৃন্দ।

14518232_341283529546470_642330326_n14555712_341271229547700_559438644_n14508744_341271642880992_1990773264_n14550511_341271309547692_1890739570_o

সকাল থেকে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল স্বাভাবিক চোখে পরার মতো, উৎসব মুখোর পরিবেশে  ছাত্র-ছাত্রীবৃন্দ প্রোজেক্টগুলো ছিল আসাধারন । গার্ডিয়ানদের উপস্থিতিও কম ছিল না। অথিতিরা ঘুরে ঘুরে সব প্রোজেক্ট পরিদর্শন করেন, প্রোজেক্টগুলোর মধ্যে গ্লোবাল টেক ভিলেজ,  বিকল্প কৃষি ব্যবস্থা, জলীয়বাষ্পের সাথে মিশ্রিত উপাদান ও এমনিয়া গ্যাস বিস্ফোরণ উল্লেখযোগ্য।

উল্লেখ্য এই যে উক্ত মেলায় বিকল্প কৃষি ব্যবস্থা প্রোজেক্টটি ১ম স্থান অধিকার করে ও এমনিয়া গ্যাস বিস্ফোরণ প্রোজেক্টটি ২য় স্থানে জায়গা করে নেয়।

 

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে