2016-09-27_4_481662

ডেস্ক রিপোর্টঃ কৃষকরা স্বল্পমেয়াদী আমন কর্তনযোগ্য জাতের আমন ধান তুলতে শুরু করায় রংপুর অঞ্চলে কৃষি শ্রমিকের কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। কৃষি সম্প্রসারণ (ডিএই) বিভাগের সুত্র জানায়, ধান কাটা আশ্বিন ও কার্তিক মাস ব্যাপী চলবে,এতে দরিদ্র কৃষি শ্রমিকের কর্মসংস্থান হবে। যে সুযোগ আট বছর আগেও ছিলনা।
স্বল্পমেয়াদী জাতের ধানের আবাদ এ অঞ্চলে ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারে মঙ্গা দুরীকরনের অঙ্গীকার পুরণে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে।
সুত্র জানায়, কৃষকেরা ৫.৮৫ লাখ হেক্টর জমিতে আমন চাষ করেছে যা ৫.২১ হেক্টরের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।
এতে চলতি মৌসুমে এ অঞ্চলে ৬৪,০৩৯ হেক্টর জমিতে ১৪ লাখ টন ধান উৎপাদিত হবে।
মোট আমন চাষের মধ্যে স্বল্প মেয়াদী জাতের বিরি ধান ৩৩, পিরিধান৩৯, বিরিধান ৫৬ ও ৫৭ এবং বিনা ধান ৭ আমনের চাষ হয়েছে ৪০,৯৪৩ হেক্টর জমিতে যা মোট আবাদ ৫.৮৫ হেক্টরের ৭ শতাংশ।
কৃষকরা বিরিধান ৩৩ জাতের আমন ৯,১১৮ হেক্টর জমিতে, পিরিধান- ৩৯ ৩৯৮৯ হেক্টর, বিরিধান-৫৬ ৩৮১৩ হেক্টর, পিরিধান-৫৭ ১৪৭৬ হেক্টর, বিরিধান-৬২ ১৭৫৭ হেক্টর এবং বিনাধান-৭ ২০৭৯০ হেক্টরে আবাদ হয়েছে।
কৃষকেরা রংপুরে ১৬৫১৯ হেক্টরে, গাইবান্ধায় ৪৯৪৮ হেক্টরে, কুড়িগ্রামে ৫৫১৬ হেক্টরে, লালমনিরহাটে ৬১৭৫ হেক্টরে, এবং নীলফামারীতে ৭৭৮৫ হেক্টর জমিতে স্বল্পমেয়াদী আমন আবাদ হয়েছে।
নভেম্বর নাগাদ স্বল্পমেয়াদী আমন তোলার পরে কৃষকরা একই জমিতে আগাম জাতের আলু ও শাকসবজি আবাদ করবে।

 

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে