UP-Election20151013143601

বিডি নীয়ালা নিউজ(১৬ই মার্চ১৬) মারুফ সরকার (বিভাগীয় প্রতিনিধিরাজশাহী): সিরাজগঞ্জের রায়গঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচন পূর্ব আইনশৃঙ্খলা কমিটি ও প্রার্থীদের সমন্বয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় আসন্ন ২২ মার্চ সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের নির্বাচনকে অবাধ ও সুরু করার লক্ষ্যে জেলা ও উপজেলা আইন শৃঙ্খলা কমিটি এবং সকল প্রার্থীর সমন্বয়ে অনুষ্ঠিত যৌথ সভায়  জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেন বলেন, যে কোন মূল্যে ইউপি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা হবে। উপজেলা অডিটোরিয়াম হলরুমে জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, জেলা আনসার কমান্ডার রফিকুল ইসলাম, জেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য, জেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. আলহাজ কে.এম হোসেন আলী হাসান, আ’লীগ নেতা এ্যাডঃ বিমল চন্দ্র দাস, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি টি.এম কামরুজ্জামান লাবু, উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য গাজী রেজাউল করিম তালুকদার, চেয়ারম্যান প্রার্থী আবু সাইদ ভূইয়া, সামসুল ইসলাম, রুহুল আমিন, আঃ জব্বার সরকার, আবু হেনা মোস্তফা কামাল রিপন, আব্দুল কুদ্দুস, গোলাম রব্বানী, রঞ্জিত কুমার মাহাতো, হাসান ইমাম তালুকদার, শহিদুল ইসলাম, আব্দুল করিম রেজাসহ সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য প্রার্থীবৃন্দ।  সভায় পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ বলেন, নির্বাচনকালীন যে কোন অনভিপ্রেত ঘটনা ও আইন শৃঙ্খলার অবনতি হলে সাথে সাথে কার্যকর ব্যবস্থা নেয়া হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে