zubara

বিডি নীয়ালা নিউজ(২লা ফেব্রুয়ারী১৬)-স্পোর্টস ডেস্কঃ  চুয়াত্তরটি উইকেট শিকার করে এই মূহুর্তে যুব ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশি উইকেটের মালিক বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।

তিয়াত্তরটি উইকেট নিয়ে এর আগের রেকর্ডটির মালিক পাকিস্তানের ইমাদ ওয়াসিম।

এদিকে, কক্সবাজারের শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে নামিবিয়াকে ৬৫ রানে অল আউট করে দিয়েছে বাংলাদেশের যুব টাইগাররা।

এই মূহুর্তে যুব ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশি রান ও সবচেয়ে বেশি উইকেট, দুটি বিশ্ব রেকর্ডের মালিকই এখন বাংলাদেশ।

রোববার স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে অপরাজিত ১১৩ রান করে যুব ওয়ানডেতে বিশ্বের সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েছেন নাজমুল হোসেন শান্ত।

শান্তর সংগ্রহ এখন ১৭৪৭ রান।

মিরাজ যখন এই টুর্নামেন্ট শুরু করেন তার সংগ্রহ ছিল ৬৮ উইকেট।

প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩টি উইকেট নেন।

পরের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে একটি উইকেট নিয়ে মিরাজ উঠে আসে দ্বিতীয় অবস্থানে।

তৃতীয় ম্যাচে উঠে এলেন শীর্ষে।

 

সূত্রঃ বিবিসি বাংলা ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে