traibunal

বিডি নীয়ালা নিউজ(২ই মার্চ১৬)-ঢাকা প্রতিনিধিঃ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের আব্দুল আজিজ ওরফে হাবুল ও আব্দুল মান্নান ওরফে মনাই মিয়াকে কারাগারের পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন ৩ বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে, গত ২৯ ফেব্রুয়ারি মানবতাবরোধী অপরাধের মামলায় বড়লেখার ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তারা হলেন- আব্দুল মান্নান ওরফে মনাই মিয়া, আব্দুল আজিজ ওরফে হাবুল ও আব্দুল মতিন।

এদের মধ্যে  আব্দুল আজিজ ও আব্দুল মতিন আপন ভাই। এরপর মঙ্গলবার আব্দুল আজিজ ও আব্দুল মন্নানকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, আসামিদের মধ্যে আব্দুল আজিজ ও আব্দুল মতিন আপন ভাই। তারা একাত্তরে ছাত্রলীগ করতেন। মুক্তিযুদ্ধ শুরু হলে এ দুই সহোদর মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিতে ভারতের বারপুঞ্জিতে যান।

কিন্তু প্রশিক্ষণরত অবস্থায় তারা পালিয়ে এসে রাজাকার বাহিনীতে যোগ দেন। অপর আসামি আব্দুল মান্নান একাত্তরে স্থানীয় মুসলিম লীগের নেতা ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে