ডেস্ক স্পোর্টসঃ ব্যাকফুটে থাকা দলকে কক্ষে ফেরাতে তার ঘুম ভাঙা খুবই দরকার ছিল। সময়মতোই জেগে উঠলেন লিওনেল মেসি। দলের প্রয়োজনে আরও একবার জ্বলে উঠলেন। নিজে যেমন গোল করলেন, সতীর্থকে দিয়ে করালেন। অধিনায়কের জাদুতে রায়ো ভাইয়েকানোকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা।

এ নিয়ে স্প্যানিশ শীর্ষ লিগে কোনো এক দলের বিপক্ষে নিজেদের ইতিহাসে টানা সর্বোচ্চ ১৩ জয়ের রেকর্ড গড়ল কাতালান দলটি।

শনিবার বিকালে নিজেদের ডেরা ক্যাম্প ন্যুতে ভাইয়েকানোকে আতিথ্য দেয় বার্সা। শুরু থেকেই লা লিগার পয়েন্ট তালিকায় অবনমন অঞ্চলের দলটিকে চেপে ধরে স্বাগতিকরা। তবে খেলার ধারার বিপরীতে ২৪ মিনিটে এগিয়ে যায় অতিথিরা। তাদের লিড এনে দেন রাউল দে তমাস।

পরে গোল পরিশোধে মরিয়া হয়ে পড়ে বার্সা। প্রতিপক্ষ শিবিরে আক্রমণের বন্যা বইয়ে দেন মেসিরা। মুহুর্মুহু আক্রমণে তাদের ব্যতিব্যস্ত রাখেন তারা। অবশেষে গোলের দেখা মেলে। ৩৮ মিনিটে গোলের অপেক্ষার পালা শেষ হয় বার্সেলোনার। ডান দিক থেকে মেসির বাঁকানো ফ্রি-কিকে নিখুঁত হেডে গোলরক্ষককে পরাস্ত করেন জেরার্ড পিকে।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের গতি সচল থাকে বার্সার। ফলে এগিয়ে যেতেও সময় লাগেনি। ৫২ মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। নেলসন সেমেদো ডি-বক্সে ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তা থেকে আরামসে লক্ষ্যভেদ করেন ছোট ম্যাজিসিয়ান।

এ নিয়ে চলতি লিগে মেসির গোল হলো সর্বোচ্চ ২৬টি। আসরে সতীর্থদের দিয়ে গোল করানোর তালিকাতেও সবার ওপরে অধিনায়ক, ১২টি। ব্লাউগ্রানাদের হয়ে লিগে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় আন্দ্রেস ইনিয়েস্তাকে (৪৪২) ছাড়িয়ে গেলেন তিনি। ৪৪৩ ম্যাচ খেলা আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডের সামনে আছেন কেবল চাভি (৫০৫)।

এগিয়ে গিয়ে আরও আত্মবিশ্বাসী ফুটবল উপহার দেয় বার্সা। ঘন ঘন আক্রমণের পসরা সাজান কাতালানরা। তবে গোলমুখ খুলছিল না। অবশেষে ৮২ মিনিটে তৃতীয় সাফল্য পান তারা। এর কিছুক্ষণ আগে বদিল নামেন ইভান রাকিতিচ। উসমানে ডেম্বেলের বাড়ানো বল ধরে তার সঙ্গে ডি-বক্সে ওয়ান-টু-ওয়ান করে দুর্দান্ত প্লেসিং শটে স্কোরলাইন ৩-১ করেন লুইস সুয়ারেজ। তাতে বড় জয় নিয়ে শিরোপার পথে আরেক ধাপ এগিয়ে যাওয়ার আনন্দে মাঠ ছাড়েন আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা।

এখন পর্যন্ত ২৭ ম্যাচে ১৯ জয় ও ৬ ড্রয়ে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা। ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ৮ পয়েন্ট কম নিয়ে আছে তৃতীয় স্থানে।

J/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে