ডেস্ক স্পোর্টসঃ ৫টি ব্যালন ডি’অরের সঙ্গে ৫টি গোল্ডেন বুটও এখন লিওনেল মেসির কাপবোর্ডে। ৩৪ গোল করে ২০১৭-১৮ মৌসুমে ইউরোপের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। কাল আনুষ্ঠানিকভাবে সেই গোল্ডেন বুট তুলে দেওয়া হয়েছে তাঁর হাতে।

এর আগে ২০০৯-১০, ২০১১-১২, ২০১২-১৩ ও ২০১৬-১৭ মৌসুমে ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছিলেন বার্সেলোনা তারকা। গত মৌসুমের অর্জনে ছাড়িয়ে গেছেন তিনি ক্রিস্তিয়ানো রোনালদোকেও, ৫টি ব্যালন ডি’অর জেতা রোনালদোর ইউরোপিয়ান গোল্ডেন বুট যে ৪টি। কাল স্পেনে পঞ্চমবারের মতো তা হাতে পেয়ে আপ্লুত মেসি, ‘ক্যারিয়ারের শুরুতে ভাবতে পারিনি এত কিছু জিতব।

আমি সেরা একটা দলে খেলি, সেরা সতীর্থদের সঙ্গে। তাতেই সব কিছু আসলে সহজ হয়ে যায়।’ বিশেষ দিনটা মেসি এদিন কাটিয়েছেন স্পেনের একটি হাসপাতালের শিশুদের সঙ্গে। সোনার বুট সঙ্গে নিয়ে সেই শিশুদের সঙ্গে ছবিও তুলেছেন আর্জেন্টাইন তারকা।

K/K/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে