মোঃগোলাম মাওলা, কাঁঠালিয়া, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলা কাঁঠালিয়া উপজেলা আওরাবুনিয়া ইউনিয়ন মুন্সিরাবাদ খান বাড়ির মৃত গরুর খার স্ত্রী বিউটি বেগম সরকারি তহবিলের জন্য আবেদন জানিয়েছেন সরকারের কাছে।

বিউটি বেগম বলেন, আমার জমি রয়েছে কিন্তু ঘর উঠানোর মতন সামর্থ্য নেই।আমি এইজন্য মিডিয়ায় একবার আমি এই বিষয় নিয়ে দুঃখ প্রকাশ করছি।আমাকে শুধু ১০কেজি চাল দিছে আর কোন কিছু পাইনায় এরপর আবারও মহিলা ইউপি সদস্য সাথী ইসলামের কাছে গিয়েছিলাম তিনি বলেন, সাংবাদিক মোঃগোলাম মাওলার কাছে বলছেন না সে কি দেবে তারপর ইউনিয়ন চেয়ারম্যানের বরাবর ৩০ কেজি চালের জন্য দরখাস্ত করি। আমি গরিব মানুষ আমি কি সরকারি তহবিল পেতে পারিনা নাকি গরিবরা কোন কিছু পাবে না।

মহিলা ইউপি সদস্য সাথী ইসলাম বলেন, আমি এই কথা বলিনি, আমি বলছি আপনাকে আমি অনেক কিছু দিয়েছি এগুলো বললেন না কেন রাস্তার কাজ, কাপড় ১০ কেজি চাল এরপরও আপনি বলেন কিছু দেয় নাই।

ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মিঠু শিকদার বলেন, কিছু দরখাস্ত আমার দেখার বাকি আছে আমি দেখে তারপর দেয়া হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে