ডেস্ক রিপোর্টঃ দুর্নীতি দমন কমিশনের সাবেক মহাপরিচালক (প্রতিরোধ) মাহমুদ হাসান দেশের অষ্টম ময়মনসিংহ বিভাগের দ্বিতীয় বিভাগীয় কমিশনার হতে যাচ্ছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব দেওয়ান মাহবুবুর রহমান স্বাক্ষরিত ১০ জুলাই এক প্রজ্ঞাপনে তাকে এই নিয়োগ দেয়া হয়।

ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে অনার্স ডিগ্রী অর্জন করা মাহমুদ হাসান প্রশাসন ক্যাডারের ১৯৮৯ সালে বিসিএস ৮ম ব্যাচে উত্তীর্ণ হয়ে চাকরিতে যোগ দেন। এরপর সহকারি কমিশনার, সহকারি কমিশনার (ভূমি), উপজেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা প্রশাসকসহ মাঠ পর্যায়ের দেশের ৭টি বিভাগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ লাভের মধ্যদিয়ে তিনি ৮টি বিভাগেই চাকরি করছেন। ভারত, চীন, থাইল্যান্ড, সিংগাপুর, ভিয়েতনাম, মালায়শিয়া, যুক্তরাজ্য সফর করেন, সর্বশেষ যুক্তরাষ্ট্রের ডিউক বিশ্ববিদ্যালয় থেকে ‘নেগোসিয়েশন এবং লিডারশিপ’-এ উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।

B/P/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে