ab7530eca269710f0033a84632f9a32f-Mohsin-Khan

বিডি নীয়ালা নিউজ(২ই মার্চ১৬)-স্পোর্টস ডেস্কঃ চলতি এশিয়া কাপে পাকিস্তান দলের পারফরম্যান্স মোটেই সুবিধার নয়। এর উপর দলের ভেতরেও আছে অসন্তোষ। অধিনায়ক শহীদ আফ্রিদির  টিম ম্যানেজমেন্টে কোন ভূমিকাই নেই। সব মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে খুব স্বস্তিতে নেই দলটি।

এরই মধ্যে দলের সাবেক কোচ মহসিন খানের সতর্কবার্তাও চলে এলো।  পত্রিকার সাথে আলাপচারিতায় তিনি সাফ জানিয়ে দিয়েছেন মাশরাফি বিন মুর্তজার দলটা যথেষ্ট ভয়ঙ্কর। পাকিস্তানের সামনে বড় চ্যালেঞ্জ নিয়ে ওরা হাজির হতে যাচ্ছে। এশিয়া কাপে পাকিস্তান ​ক্রিকেট দলের পারফরম্যান্সে সন্তুষ্ট নন মহসিন। বললেন, ‘পাকিস্তান খুবই বাজে খেলছে এবং কেউ ব্যাপারটিকে গুরুত্ব দিচ্ছে না। টপ অর্ডার ব্যাটিংয়ের ব্যর্থতা অনেক প্রশ্নের উদ্রেক করেছে। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।’ পাকিস্তানের হয়ে ৪৮টি টেস্ট ও ৭৫ টি ওয়ানডে খেলেছেন মহসিন খান।

কেন দলের পারফরম্যান্স ভাল হচ্ছে না? – এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জবাবদিহির অভাবই পাকিস্তান ক্রিকেট দলের বাজে পারফরম্যান্সের মূল কারণ। পাকিস্তান সম্প্রতি ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে বাজে খেলেছে। এশিয়া কাপের পারফরম্যান্সও একই ধরনের। জয়-পরাজয় খেলারই অংশ, কিন্তু পাকিস্তানের পারফরম্যান্স যাচ্ছেতাই। আমার অবাক লাগে, দলের খেলোয়াড়েরা বাজে খেলে যাচ্ছে অথচ, দলের দায়িত্বে থাকা মানুষগুলো খেলোয়াড়দের উজ্জীবিত করতে ব্যর্থতারই পরিচয় দিয়ে যাচ্ছে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে