grefter

বিডি নীয়ালা নিউজ(২৫ই মার্চ১৬)-আন্তর্জাতিক প্রতিবেদনঃ  ইসলামিক স্টেট আইএস’র সদস্য সন্দেহে মালয়েশিয়ায় ১৫ ব্যক্তিকে আটক  করেছে পুলিশ।

পুলিশের বলছেন,  আটককৃতরা দেশটির বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল এবং বোমা তৈরির জন্য রাসায়নিক উপাদান সংগ্রহের চেষ্টা করছিল। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গত মঙ্গলবারের ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে আটকের এ ঘটনা ঘটলো।

আইএস ব্রাসেলসে হামলার দায় স্বীকার করেছে।

মালয়েশিয়ার জাতীয় পুলিশ প্রধান খালিদ আবু বকর গতকাল এক বিবৃতিতে জানান, আটকৃত ১৫ ব্যক্তির মধ্যে চারজন নারী,  একজন পুলিশ কর্মকর্তা, একজন উড়োজাহাজ টেকনিশিয়ান,  একজন মসজিদের ইমাম ও একজন শিক্ষার্থী রয়েছে। রাজধানী কুয়ালালামপুর ও অন্যান্য ৬টি রাজ্যে অভিযান চালিয়ে মঙ্গলবার থেকে গত তিনদিনে তাদের আটক করা হয়।

আটক চার নারী সিরিয়ায় তৎপর আইএসে যোগ দেয়ার লক্ষ্যে দেশটিতে যাওয়ার পরিকল্পনা করছিল বলে বকর জানান।

উল্লেখ্য,  আইএসের সঙ্গে যোগাযোগ রয়েছে এ সন্দেহে গত দুই বছরে মালয়েশিয়ায় ১৬০ জনের বেশি ব্যক্তি আটক হয়েছেন। এদের মধ্যে কয়েকজন কুয়ালালামপুরে হামলা চালানোর পরিকল্পনা করেছিল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে