স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ ঐক্যবদ্ধ সাংস্কৃতিক সোসাইটি ও বাংলাদেশ মানবাধিকার কল্যাণ সোসাইটির আয়োজনে “জাতিসংঘ দিবস ” উপলক্ষে “বিশ্ব মানবতায় বাংলাদেশের অবদান ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গতকাল(৩০/১০/২০২১ইং) হোটেল রেডিসন মল্লিকা অডিটোরিয়ামে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ধর্ম ও পানিসম্পদ মন্ত্রী: এম. নাজিম উদ্দীন আল আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য ( মহিলা সংরক্ষিত আসন) পারভীন হক সিকদার, পীরজাদা শহিদুল হারুন : অতিরিক্ত সচিব অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ মানবাধিকার কল্যাণ সোসাইটির চেয়ারম্যান কবি সেলিনা আক্তার।এছাড়া উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক্তার, প্রফেসর, সাংবাদিক, এডভোকেটসহ আরো অনেকে।

উক্ত অনুষ্ঠানে মাসিক ভিন্নমাত্রার সম্পাদক, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ) এর ঢাকা ডিস্ট্রিক্ট এর সেক্রেটারি জেনারেল মুহাম্মদ মাসুম বিল্লাহকে ” মানবাধিকার শান্তি পদক (বর্ষসেরা ব্যক্তিত্ব) ২০২১ প্রদান করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে