montrisova

বিডি নীয়ালা নিউজ(২৯ই ফেব্রুয়ারী১৬)-ঢাকা প্রতিনিধিঃ নরসিংদী সদরের মাধবদী এবং পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরকে থানায় উন্নিত করেছে সরকার। একই সঙ্গে ফরিদপুরের আলফাডাঙ্গাকে পৌরসভা হিসেবে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিকার বৈঠকে এগুলো অনুমোদন দেয়া হয়। বৈঠকে শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ সফিউল আলম বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, নরসিংদী জেলার মাধবদী এবং পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর তদন্ত কেন্দ্রকে থানায় উন্নতি করা হয়। একই সঙ্গে ফরিদপুর জেলার আলফাডাঙ্গাকে পৌরসভার আনুষ্ঠানিক অনুমোদন দেয়া হয়েছে।

এ প্রসঙ্গে সচিব বলেন, ‘ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা আগে থেকেই পৌরসভার ছিল। কিন্তু এতোদিন নিকারের অনুমোদন ছিল না। আজ তা দেয়া হলো।’

সচিব আরো বলেন, ‘নরসিংদী সদর থানা ভেঙে মাধবদী এবং পটুয়াখালী কলাপাড়া ভেঙে মহিপুর নামে দু’টি থানার অনুমোদন দেয়া হয়।’

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে