কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী থেকেঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়ামুদি সংগঠন মাগুড়া স্বাধীন বাংলা যুব ক্রীড়াচক্রের সাথে ব্রিটিশ কাউন্সিলের মত বিনিময় সভা গতকাল সকাল ১০টায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সিনিয়র সহসভাপতি আয়নাল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাহমুদুল হোসেন শিহাব মিঞা।

আরো উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল এর সিনিয়র কমিনেকেশন কর্মকর্তা সেজুতি মাসুদ,যোগাযোগ পরামর্শ কর্মকর্তা অনিন্দ রহমান, রিজিওনাল কো-অডিনেটর রেহানা আক্তার, জেলা ফ্যাসিলেটেটর শহিদুল ইসলাম। এ সময় মাগুড়া স্বাদীন বাংলা যুব ক্রীড়াচক্রের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ডের বিষয়ে রিপোটিং এর দিক থেকে সার্বিক সহযোগীতা সম্পর্কিত বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাংবাদিক কাওছার হামিদ।

মতবিনিময় সভায় ব্রিটিশ কাউন্সিলের কর্মকর্তারা জানান সংগঠনটির বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড গুলোকে আরো কিভাবে সারাদেশ ব্যাপী এমনকী আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা যায় সেই বিষয় গুলো নিয়ে মুলত আমাদের কাজ করা। মাগুড়া স্বাধীন বাংলা যুব ক্রীড়াচক্রের সদস্যদের সাথে তথ্য অধিকার আইন, সিটিজেনশীপ সহ বিভিন্ন বিষয়ের উপর মতবিনিময় করেন বৃট্রিশ কাউন্সিলের কর্মকর্তাগণ। এ সময় আলোচনায় অংশ নেয় সংগঠনের সাধারন সম্পাদক রিয়াজুল হক, যুগ্ম-সম্পাদক শফিউজ্জামান সাদেকুল ও সাংগঠনিক সম্পাদক শামীম আজাদ রিপন প্রমূখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে