বিডি নীয়ালা নিউজ(৩০জানুয়ারি১৬)- আন্তর্জাতিক প্রতিবেদনঃ কয়েকজন মহিলার ওপর যৌন হামলা এবং নিজের মেয়েকে তিন দশক ধরে বন্দী করে রাখার দায়ে এক মাওবাদী চক্রের নেতাকে ব্রিটেনের আদালত ২৩ বছরের জেল দিয়েছে।

৭৫ বছর বয়সী অরবিন্দ বালাকৃষ্ণান নিজেকে ‘কমরেড বালা’ বলে পরিচয় দেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি তার কমিউনিষ্ট চক্রের সদস্যদের মগজ ধোলাই করে এমন ধারণা দিয়েছেন যে তার ‘ঐশ্বরিক ক্ষমতা’ আছে।

লন্ডনের সাদার্ক ক্রাউন কোর্টে এই মামলার রায় ঘোষণা করা হয় শুক্রবার।

কমরেড বালার মেয়ে কেটি মর্গান ডেভিস অভিযোগ করেছিলেন, তাকে যে অবস্থায় রাখা হয়েছিল তা ভয়ংকর, অমানবিক এবং অমর্যাদাকর।

‘আমার নিজেকে মনে হতো এক বন্দী পাখির মতো যার ডানা কেটে দেয়া হয়েছে।”

কমরেড বালা তার দুই অনুসারীকেও ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়।

কমরেড বালা ১৯৭০ এর দশকে লন্ডনে ‘ওয়ার্কার্স ইনস্টিটিউট অব মার্ক্সিসিজম-লেনিনিজম-মাও জেদং, বলে একটি কমিউনিষ্ট সংঘ স্থাপন করেন।

তিনি তার অনুসারীদের মধ্যে নাকি এই বিশ্বাস ঢুকিয়ে দিয়েছিলেন যে, তিনি তাদের মনের কথা পড়তে পারেন। যদি তাকে অমান্য করা হয় তাহলে তিনি প্রাকৃতিক দুর্যোগ ঘটিয়ে দিতে পারেন।

তার বাসায় প্রতিষ্ঠিত ‘কমিউনে’ এক সঙ্গে থাকতেন অনেকে।

সত্তর দশকে স্নায়ু যুদ্ধের সময় লন্ডনে এরকম প্রচুর কমিউন গড়ে উঠেছিল।

যদিও শুরুতে কমরেড বালা নিজেকে মাও সেতুং এর অনুসারী বলে দাবি করতেন, পরে তার চিন্তাভাবনা সেখান থেকে বহু দূরে সরে আসে।

বেশিরভাগ অনুসারি তাকে ছেড়ে চলে যান। কেবল অল্প কয়েকজন মহিলা তার সঙ্গে থেকে যান। এদেরকে কমরেড বালা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগ করা হয়।

অন্তত দুজন মহিলাকে ‘বিশুদ্ধ’ করার নামে কমরেড বালা তাদের ওপর যৌন নির্যাতন চালান বলে অভিযোগ উঠে।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে