2016-09-30_6_174708

ডেস্ক রিপোর্টঃ  মহালয়ায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, কোনোকিছুই এদেশে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে পারবে না। আর শান্তি ও সম্প্রীতিকে স্থায়ী করতে হলে জঙ্গিদের সাথে তাদের সঙ্গীদেরও দমন ও বর্জন করা উচিত।
মন্ত্রী শুক্রবার হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজার প্রথম দিন ঊষালগ্নে মর্ত্যে দুর্গাদেবীর আগমন উপলক্ষে রাজধানীর বনানী মাঠে আয়োজিত মহালয়া অনুষ্ঠানে মঙ্গলদীপ জ্বেলে দুর্গাবরণ সূত্রপাতের পর প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
গুলশান-বনানী সার্বজনীন পূজা পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিবারের মতো এবারও হাসানুল হক ইনু ভোর সাড়ে পাঁচটায় পৌঁছুলে তাকে পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ ও সম্পাদক সুধাংশু কুমার দাসসহ পূজারী ও শিল্পীবৃন্দ স্বাগত জানান।
মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনু তার সম্ভাষণে সকলকে শরতের সকালের স্নিগ্ধ শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার। দুর্গাপূজা সনাতন প্রথা তথা হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব হলেও এর আনন্দ সকলকে ছুঁয়ে দিয়ে এক সার্বজনীন রূপে আবির্ভূত হয়। এই শান্তি-সম্প্রীতিকে স্থায়ী করতে শুধু জঙ্গিদমনই যথেষ্ট নয়, জঙ্গির সঙ্গীদেরও দমন বাঞ্ছনীয়।
মহালয়ায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে জনপ্রিয় শিল্পী সন্দীপনসহ বিশিষ্ট শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।

 

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে