hanif

বিডি নীয়ালা নিউজ(২৫ই এপ্রিল১৬)-অনলাইন প্রতিবেদনঃ  ইউপি নির্বাচনকে ঘিরে দলের বাইরে গিয়ে টাকার বিনিময়ে বিএনপি-জামায়াতের লোকদের মনোনয়ন দেয়ার অভিযোগকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

রোববার (২৪ এপ্রিল) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

হানিফ বলেন, ‘আমরা খোঁজ নিয়েছি। মনোনয়ন না পেয়ে ক্ষোভে অনেকে এমন অভিযোগ করছে। এ সকল মনোনয়ন বাণিজ্যে সংক্রান্ত অভিযোগের কোনো ভিত্তি নেই।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘পৌর নির্বাচনে যারা দলের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নিয়েছে তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। ইতিমধ্যে তাদের শোকজ করা হয়েছে। সামনের কার্যনির্বাহী সভায় তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। একইভাবে যারা ইউপি নির্বাচনে দলের মনোয়নের বাইরে গিয়ে নির্বাচন করবে তাদেরও দল থেকে বহিষ্কার করা হবে।’

হানিফ আরো বলেন, ‘সামনের নির্বাচনগুলো কোনো ধরনের ত্রুটি ছাড়া সম্পন্ন হবে বলে আশা করছি। আর এর জন্য আমরা ইসিকে সর্বোচ্চ সহযেগিতা করব।’

এর আগে পঞ্চম ধাপে ৭২৯টি ইউনিয়ন পরিষদে ভোটের জন্য মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের তালিকা প্রকাশ করেন হানিফ।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, আহম্মদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।

#বাংলামেইল

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে