epa03011933 An undated handout artist concept image made available by NASA on 22 November 2011 showing NASA's Mars Science Laboratory Curiosity rover, a mobile robot for investigating Mars' past or present ability to sustain microbial life. Curiosity is being tested in preparation for launch, between 25 November 2011 and 18 December 2011. In this picture, the rover examines a rock on Mars with a set of tools at the end of the rover's arm, which extends about 2 meters (7 feet). Two instruments on the arm can study rocks up close. Also, a drill can collect sample material from inside of rocks and a scoop can pick up samples of soil. The arm can sieve the samples and deliver fine powder to instruments inside the rover for thorough analysis. The mast, or rover's 'head,' rises to about 2.1 meters (6.9 feet) above ground level, about as tall as a basketball player. This mast supports two remote-sensing instruments: the Mast Camera, or 'eyes,' for stereo color viewing of surrounding terrain and material collected by the arm; and, the ChemCam instrument, which is a laser that vaporizes material from rocks up to about 9 meters (30 feet) away and determines what elements the rocks are made of.  EPA/NASA/JPL-Caltech / HANDOUT  HANDOUT EDITORIAL USE ONLY

বিডি নীয়ালা নিউজ(১৯ই ফেব্রুয়ারী১৬)-তথ্য ও প্রযুক্তি প্রতিবেদন: নাসার মঙ্গলগ্রহে (যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা) পাঠিয়েছিলো যে  রোবটযান কিউরিওসিটি সিলিকাসমৃদ্ধ রহস্যময় পাথরের সন্ধান পেয়েছে। নাসার গবেষকেরা জানিয়েছে, এগুলোতে পাথর গঠনের উপাদান  অক্সিজেন  ও  সিলিকন আছে। পৃথিবীতে যা সচরাচর এটা কোয়ার্টজে দেখা যায়।

নাসার  কিউরিওসিটি মঙ্গলগ্রহে ৩ বছর ৪ মাস ধরে ভূতাত্ত্বিক বিভিন্ন স্তর নিয়ে গবেষণা করছে। এর মধ্যে গত ৭ মাসে যে এলাকার মাটি পর্যবেক্ষণ করছে, সেখানেই কিছু জায়গায় বেশি ঘনত্বের সিলিকার সন্ধান খুঁজে পেয়েছে কিউরিওসিটি রোবটযান।
যুক্তরাষ্ট্রে নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির কিউরিওসিটি গবেষণা দলের সদস্য এ্যালবার্ট ইয়েন মনে করেন, সিলিকাসমৃদ্ধ পাথরগুলো ধাঁ ধাঁর মতো। এই অবস্থা দেখে মনে হয়েছে এগুলো হয়তো পানির কারণে হয়েছে। এ্যাসিডযুক্ত পানি সিলিকা রেখে অন্য উপাদান নিয়ে সরে গেছে। ইয়েন বলেন, আমরা নিশ্চিত তথ্যটি জানতে পারলে মঙ্গলের আদি পরিবেশ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে