up nirrbacon

বিডি নীয়ালা নিউজ(১৮জানুয়ারি১৬)- সিলেট প্রতিনিধিঃ  শীতের তীব্রতায় কাঁপছে পুরো সিলেট। কিন্তু এর মধ্যে উত্তাপ ছড়াচ্ছে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। চার জেলার প্রতিটি গ্রামে নির্বাচনী গরম আমেজ হার মানিয়েছে তীব্র শীতকে।

গত ৩০ ডিসেম্বর সারা দেশে পৌর নির্বাচনের পর আগামী মার্চ থেকে শুরু হবে ইউপি নির্বাচন। চলবে জুন পর্যন্ত। পৌর নির্বাচনের ন্যায় প্রথমবারের মতো ইউপি নির্বাচনও দলীয় প্রতীকে হওয়ার সম্ভাবনা রয়েছে।

চেয়ারম্যান-মেম্বার প্রার্থীরা দলীয়ভাবে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন। উপজেলা ও জেলার শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন।  তারা গ্রামে-গঞ্জে দলীয় নেতাকর্মী নিয়ে ঘরোয়া মিটিং, মতবিনিময়, সভা-সমাবেশ চালিয়ে যাচ্ছেন। প্রান্তিক জনপদজুড়ে তৃণমূল নেতাকর্মীর মুখে এখন একটাই আলোচনা- ইউপি নির্বাচন।

প্রতিদিন সিলেটের কোনো না কোনো গ্রামে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচনী মিটিং করছেন। কেউ কেউ গ্রামের মুরব্বিদের নিয়ে ঘরোয়া বৈঠক করছেন। আবার কেউ কেউ তৃণমূল নেতা-কর্মীদের নিয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে