erthquck

বিডি নীয়ালা নিউজ(২৫ই  আগস্ট ২০১৬ইং)-ডেস্ক রিপোর্টঃ মিয়ানমারে বুধবারের ভূমিকম্পে নিচের মাটি তরল কাদা হয়ে ওপরে উঠে এসেছে। বাংলাদেশে এ ধরনের ভূমিকম্পে দালানকোঠা টিকিয়ে রাখা কঠিন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ভূমিকম্পে কম্পনের সময় কাদাবালির মিশ্রণে নিচের মাটি তরল হয়ে গেলে একটি স্থানের ওপর দাঁড়িয়ে থাকা স্থাপনা তলিয়ে যেতে পারে। ভূমিকম্পের এমন প্রভাবকে বলে লিকিওফিকসন। গতকালের ভূমিকম্পে এই লিওফিকসনই দেখা গেছে মিয়ানমারে।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে মিয়ানমারের মতো নরম পলিমাটিতে এ ধরনের ভয়ংকর লিওফিকসন হতে পারে।

এমন পরিস্থিতিতে ঢাকার সাড়ে তিন হাজার পোশাক কারখানা ও বিভিন্ন দালান নিয়ে সরাসরি কাজ করতে গিয়ে বুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষকরা যে ফল পাচ্ছেন, তা-ও এককথায় হতাশাজনক। তাই এখনই সময় সচেতনতা তৈরির পাশাপাশি দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে